
মোহাম্মদ সালাহ উদ্দিন,নেত্রকোনা জেলা ক্রাইম রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন ভুইঁয়া (৬০)কে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে আহত করার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন সোমবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিএনপি’র দলীয় কার্যালয় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু’র নেতৃত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া পৌর শহরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে মধ্য বাজার হয়ে সাউদপাড়া মোর, বাসস্ট্যান্ডে দিয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বক্তব্য দিয়ে শেষ হয়।
বক্তব্য রাখেন- পৌর যুবদলের সদস্য সচিব মোঃ শান্তি খান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু, সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া প্রমুখ।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি’র নেতারা।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির নেতা মোজাম্মেল হক ভুইঁয়া স্বপন,আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহমেদ, দলপা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বিল্টু,কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ভুইঁয়া, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান ভুঁইয়া সুমন, পাইকুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল হাসেম,নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সাধারণ সম্পাদক কাউসার তালুকদার, কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম হাবিব, রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু, দলপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান পাঠান,যুগ্ম আহবায়ক হানিফ খান, উপজেলা তাতীদলের আহবায়ক মোঃ আব্দুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খান খোকা, উপজেলা ছাত্র দলের আহবায়ক সাইফুল ইসলাম ভুইঁয়া, যুগ্ম আহ্বায়ক তৌফিকুল হক শিবলীসহ উপজেলা ও পৌর সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখঃ- গতকাল রবিবার সন্ধায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন ভুইঁয়া’কে তার নিজ গ্রামে কুপিয়ে আহত করেছিল আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা,তিনি এখন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এরই প্রতিবাদে আজ এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।