
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত শাকবাড়িয়া নদী ( সরকারি জলাশয়) লবন পানি হতে অবমুক্তকরন এবং জনসাধারণের কৃষি ক্ষেত্রে মিস্টি পানি ব্যবহারের জন্য উম্মুক্তকরনের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার ২৮ জুন বেলা ১১ টায় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, শাকবাড়িয়া নদী ( সরকারি জলাশয়) লবন পানি হতে অবমুক্ত করন চাই। আমরা গ্রামবাসী কৃষি ক্ষেত্রে মিস্টি পানি দিয়ে কৃষি কাজ করে ফসল উৎপাদন করবো। বক্তারা শাকবাড়িয়া উম্মুক্তকরনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় বক্তব্য রাখেন, জি এম আনোয়ার হোসেন, কৃষক মো: আলাউদ্দিন, মো: লুৎফর মোল্লা, মো: আবুল হোসেন গাজী, মো: আসাফুর রহমান প্রমুখ।