
মো: শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
নেত্রকোনার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বাউসি এলাকায় ইজিবাইকের ধাক্কায় হাবিব (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার মাখৈলন্দ গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২৭ জুন) দুপুরে ইজিবাইকে করে যাওয়ার পথে বাউসি এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি ইজিবাইক হাবিবের পায়ে ধাক্কা দিলে তা মারাত্মকভাবে ভেঙে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।