আশিবার্দ সরকার :: কেন্দুয়া বিশেষ প্রতিনিধি;
মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ নিয়েছে রক্তদানে আমরা কেন্দুয়া,র পরিবার ও নিউ সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার এর সার্বিক সহযোগিতায় আজকে, ২৮শে জুন ২০২৫, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে 220 জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সাধারণ মানুষ, যারা এত দিন নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানতেন না, তারা বিনামূল্যে এটি জানতে পেরে আনন্দিত হন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রক্তদানে আমরা কেন্দুয়া সংগঠনের এডমিন এম এইচ সরকার হিমেল , তারেক রহমান, আশির্বাদ সরকার, আমিনুল ইসলাম, ইকবাল হাসান, সৌরভ হোসেন বাবু , তাসলিমা তাসিন রিয়া সঙ্গে আরও অনেকে। সংগঠনের এডমিন এমএইচ হিমেল সরকার বলেন ,আমরা দেখেছি, অনেক মানুষ নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। অথচ জরুরি মুহূর্তে এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়াতে পেরেছি, যা আমাদের জন্য গর্বের বিষয়। এলাকাবাসীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, রক্তদানে আমরা কেন্দুয়া প্রতিষ্টা বার্ষিকির উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় প্রশংশনীয় । এই কর্মসূচির মাধ্যমে কেন্দুয়ার মানুষ আরেক ধাপ এগিয়ে গেলেন সামাজিক সচেতনতা এবং মানবসেবার পথে।