
সুকমল চন্দ্র বর্মন ,জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার ইউনিয়ন বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২৯ শে জুন ২০২৫ (রবিবার)বিকেল ৪ টায় কাঁথাইল গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আহমেদাবাদ ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মাহবুবর রহমান এর সভাপতিত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসম্পৃক্ত সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উক্ত আমেদাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মাহবু্ব রহমান. প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপি'(জাতীয়তাবাদী) দল থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুল বারী মহোদয়।আহমেদাবাদ ইউনিয় বিএনপি’র যুগ্ন আহবায়ক বজলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর ০২ – আসনে মনোনয়ন প্রত্যাশী উক্ত আব্দুল বারী মহোদয়ের সহধর্মিনী নাজমা আরা. কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম ও আহমেদাবাদ ইউনিয়ন ০৭ নাম্বার ওয়ার্ড বিএনপির সদস্য হাসান কাজী। এছাড়াও অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন কন্দ্রীয় যুব দলের নেতা মেহেদী হাসান, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা ( বাবলু) উদয়পুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সহকারি প্রভাষক আব্দুল আলিম সরদার, মাত্রাই ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি’র নেতা জিয়াউর রহমান বাদশা,মাত্রাই ইউনিয়ন বিএনপির যুব নেতা আতিক তালুকদার, উদয়পুর ইউনিয়ন বিএনপি’র নেতা সাবু মিয়া, জিন্দারপুর ইউনিয়ন বিএনপি’র নেতা নওফেল ও ফিরোজ শাহ্,আহমেদাবাদ ইউনিয়ন বিএনপির নেতা সবুজ মন্ডল সহ আরো অনেকেই।এ সময় অত্র কালাই উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তবে উল্লেখিত কাথাইল গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়া মতো। পরিশেষে অত্র সভার সভাপতি সাবেক সচিব বিএনপি দল থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী আব্দুল বারী মহোদয়ের পক্ষে দোয়া ও সমর্থন চেয়ে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন।