নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা গ্রামে জমি সংক্রান্ত পুরনো বিরোধ রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। নারীর সম্মানহানি ও সহিংসতায় রক্তাক্ত হয় পরিবার আহত হন তিনজন, যাদের মধ্যে দুইজন নারী।
ঘটনাটি ঘটে গত ৮ জুন বিকেলে, যেখানে মৃত আব্দুর রাজ্জাক ওরফে রেজু মিয়ার চার ছেলে ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে স্থানীয় জোৎস্না আক্তারের পারিবারিক জমিতে বেআইনিভাবে প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, তারা জোরপূর্বক জমিতে বেড়া দেওয়ার চেষ্টা করে।
জমি রক্ষায় এগিয়ে এলে হামলার শিকার হন জোৎস্নার স্বামী ইদ্রিস আলী, মেয়ে রুজিনা আক্তার ও ননদ ঝর্ণা। তাঁদের ওপর চালানো হয় বেপরোয়া মারধর, এমনকি শ্লীলতাহানির চেষ্টারও অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়; পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর, সোমবার (৩০ জুন) রাতে দায়ের করা মামলায় প্রধান আসামি মাহমুদুল হাসান কিরণকে (৪০) পুলিশ গ্রেফতার করে। তিনি মৃত আব্দুর রাজ্জাক ওরফে রেজু মিয়ার ছেলে। মামলার অন্যান্য এজাহারভুক্ত আসামিরা হলেন: মাহমুদুল হাসান ওরফে লিকন (৩০), জাহিদ হাসান লিখন (২৮) ও মাহমুদুল হাসান হিরণ (৩৫)।
তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ হাসান জানান, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, গ্রামবাংলার জমি সংক্রান্ত বিরোধ কীভাবে নারীর নিরাপত্তা, মানবিকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে তোলে। পুলিশি তদন্তের পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও দ্রুত বিচারই পারে এই ধারাবাহিক সহিংসতা রোধ করতে।
রেজুয়ান হাসান জয়, নেত্রকোনা প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০৬৪৭০৯৫