
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন কর্মী রফিকুল ইসলামকে মারধর করে পুলিশে সোপর্দ করা করেছে স্থানীয়রা।সোমবার রাতে খুলনা আলিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আটক রফিকুল ইসলাম রুপসা ইস্পাহানি গলির বাসিন্দা শাহাজাহান সরদারের ছেলে। তিনি এক সময় আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেন। বর্তমানে তিনি রুপসা খুদে সমবায় সমিতিতে চাকুরি করেন।স্থানীয়রা জানান, আওয়ামীলীগ ক্ষমতা থাকা অবস্থায় শিবির সন্দেহে অনেক নিরিহ ছাত্রকে নির্যাতন করেছে রফিকুল। অনেককে মারপিট করে পুলিশে ধরিয়ে দিয়েছে। তাকে মাদ্রাসা এলাকায় ক্ষুদ্ধ মানুষ মারপিট করে পুলিশে খবর দেয়। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, স্থানীয়রা রফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা খোজ নেওয়া হচ্ছে।