, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনের হরিন শিকারের ফাঁদ সহ শিকারী আটক। 

  • প্রকাশের সময় : ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১৮০ পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্যের সুখপাড়া কালের পাশে বনাঞ্চলে হরিন শিকারের উদ্দেশ্যে ফাদ পেতে বসার সময় মো: আরিফুল ইসলাম দুলাল (৩৫) কে হাআেনাতে আটক করেছে বন বিভাগের SMART পেট্রোল টিম -২। আজ ৩০ জুন ৯ টা ২০ মিনিটের দিকে কচিখালি অভয়ারণ্যে টহলের অভিযান চালিয়ে ঔই শিকারীকে ফাদ বসানোর সময় হাতেনাতে আটক করা হয়। আটক আরিফুল ইসলাম বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের আব্দুল খালেক মিলনের ছেলে। বন বিভাগের কর্মকর্তারা জানান, আটককৃত আসামিদের কাছ থেকে শিকারের কাজে ব্যবহ্নত বিপুল পরিমান মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শত শত হরিন শিকারের ফাদ, একটি করাত, একটি ধারালো ছুরি, প্রায় ২০০ গজ পলিথিন, ১০০ ফুট প্লাস্টিকের রশি, ১১ টি খালি প্লাস্টিকের বস্তা এবং দুটি পাতিল। উদ্ধারকৃত এসব আলামত তাৎক্ষনিকভাবে কচিখালি অভয়ারণ্যে কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বন আইন-১৯২৭( সংশোধিত) এর অধীনে ধৃত শিকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন SMART পেট্রোল টিম – এর দলনেতা ফরেস্টার দিলিপ মজুমদার। তিনি বলেন, সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের টিম সর্বদা সচেস্ট। অবৈধ অনুপ্রবেশ ও শিকার কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সুন্দরবনের হরিন শিকারের ফাঁদ সহ শিকারী আটক। 

প্রকাশের সময় : ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্যের সুখপাড়া কালের পাশে বনাঞ্চলে হরিন শিকারের উদ্দেশ্যে ফাদ পেতে বসার সময় মো: আরিফুল ইসলাম দুলাল (৩৫) কে হাআেনাতে আটক করেছে বন বিভাগের SMART পেট্রোল টিম -২। আজ ৩০ জুন ৯ টা ২০ মিনিটের দিকে কচিখালি অভয়ারণ্যে টহলের অভিযান চালিয়ে ঔই শিকারীকে ফাদ বসানোর সময় হাতেনাতে আটক করা হয়। আটক আরিফুল ইসলাম বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের আব্দুল খালেক মিলনের ছেলে। বন বিভাগের কর্মকর্তারা জানান, আটককৃত আসামিদের কাছ থেকে শিকারের কাজে ব্যবহ্নত বিপুল পরিমান মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শত শত হরিন শিকারের ফাদ, একটি করাত, একটি ধারালো ছুরি, প্রায় ২০০ গজ পলিথিন, ১০০ ফুট প্লাস্টিকের রশি, ১১ টি খালি প্লাস্টিকের বস্তা এবং দুটি পাতিল। উদ্ধারকৃত এসব আলামত তাৎক্ষনিকভাবে কচিখালি অভয়ারণ্যে কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বন আইন-১৯২৭( সংশোধিত) এর অধীনে ধৃত শিকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন SMART পেট্রোল টিম – এর দলনেতা ফরেস্টার দিলিপ মজুমদার। তিনি বলেন, সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের টিম সর্বদা সচেস্ট। অবৈধ অনুপ্রবেশ ও শিকার কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।