মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরিক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ ১০ জুলাই দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্রগ্রাম, বরিশাল, সিলেট দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। আজ দুপুর ২ টায় শিক্ষা বোর্ডের সভা কক্ষে বাংলাদেশ আন্ত শিক্ষাবোর্ডের পক্ষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ ফলাফল ঘোষণা করেন। শিক্ষা মন্ত্রণালয় সুত্রে জানাগেছে, এবার ৯ টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পাস করেছেন, ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী। ফলাফলে পাশের গড় হার ৬৮.৪৫ শতাংশ। জিপিএ - ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এদিকে গত বছর পাশের হার ছিল ৮৩.০৩ শতাংশ। আর জিপিএ - ৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। পাশের হারের শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাশের হার ৭৭.৬৩ শতাংশ। দ্ধিতীয় স্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। পাশের হার ৭৩.৬৯ শতাংশ। এছাড়া কারিগরিতে পাশের হার ৭৩.৬৩ শতাংশ, চট্রগ্রাম বোর্ডে ৭২.০৭ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬৮.০৯ শতাংশ, সিলেট বোর্ডে ৬৮.৫৭ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৬৭.০৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫৮.২২ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ। চলতি বছর এসএসসি ও সমমানের পরিক্ষা ১০ এপ্রিল হয়ে ১৩ মে শেষ হয়। এবার ৯ টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরিক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। তবে পরিক্ষা কেন্দ্রের অনুপস্থিতির সংখ্যা মিলিয়ে পরিক্ষায় অংশ নেন ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী।