, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আপনার ফোনে কোন ভার্সনের LMC বা GCam সাপোর্ট পাবে এবং কিভাবে সেই ভার্সন ডাউনলোড করবেন অতি সহজেই তা দেখে নিন!! জামালপুর সদর পৌরসভার ৮নং ওয়ার্ড দাপুনিয়া জলাশয়ে অর্ধগলিত অজ্ঞত’নামা এক মৃত দেহ উদ্ধার। নিখোঁজ যুবদল নেতা শামীমের পরিবারের পাশে ড. রফিকুল ইসলাম হিলালী।৩ দিনের মধ্যে খোঁজ না মিললে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। ঈশ্বরগঞ্জে গলাকেটে রাকিব হত্যা, মামাতো ভাইসহ অন্যান্য মামলার আসামী গ্রেপ্তার -৬। কেন্দুয়ায় নিখোঁজ যুবদল নেতা শামীম এর পরিবারের পাশে ডক্টর রফিকুল ইসলাম হিলালী। খুলনার দৌলতপুরে যুবদল নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা।  মদনে নৈশ প্রহরীকে ছাতার আঘাতে হত্যা।  ময়মনসিংহে জেলা গোয়েন্দা সাখার ওসি ইনচার্জ সহিদুল ইসলামের সফলতা। সাংবাদিকতার মুখোশে চাঁদাবাজি ও লুটপাট! হাটহাজারী প্রেস ক্লাবের অর্থ সম্পাদকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। আমতলীতে নাবালিকাকে অপহরণ, আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা!

কেন্দুয়ায় ৪৮ ঘন্টা যাপত মাদ্রাসা এক শিক্ষার্থী নিখোঁজ

মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা ক্রাইম রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৪৮ ঘন্টা যাবত এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা যায় পারিবারিক ও কেন্দুয়া থানা সূত্রে ।

৯জুলাই বুধবার বেলা ২টার সময় শিক্ষার্থীর বাবা আব্দুস সালাম (৫৩) এ মর্মে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং -৪১৯

নিখোঁজ শিক্ষার্থীর নাম -সাজিদুল ইসলাম প্রান্ত (১৫)।
মায়ের নাম রুনা আক্তার,
গ্রাম -রাজনগর,
ইউনিয়ন -রোয়াইলবাড়ি আমতলা ।

জিডিতে উল্লেখ করা হয়- গত ৭জুলাই বিকাল ৩ঘটিকায় বাড়ি হতে মাদ্রাসা যাওয়ার পথে বাসার নিচে নিজের অজান্তে হারিয়ে যায় সে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। তার শারীরিক গড়ন -মুখের আকৃতি গোলাকার, নাক লম্বা, উচ্চতা -৫ফুট,
চুল -ছোট। পড়নে ছিলো নীল গেঞ্জি, কালো পায়জামা ও খয়েরি স্যান্ডেল ।
সাজিদুলের ভাই সামিউল ইসলাম অর্পনের সাথে জরুরি যোগাযোগের জন্যে এই মোবাইল নাম্বারটি ০১৩১৮৬৫৪০৮৪ দেয়া হয়েছে উক্ত জিডিতে।

সাজিদুল ইসলাম প্রান্ত এর আব্দুস সালাম বলেন- সাজিদুল ইসলাম প্রান্ত আমার খুব আদরের সন্তান । তিনি আরো বলেন, নিখোঁজ হওয়ার সময় সাজিদুলের হাতে একটি এন্ড্রয়েড (অপু) ফোনও ছিলো।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন- এসআই মোঃ বাবুল মিয়াকে তদন্ত ভার দেয়া হয়েছে। খোঁজাখুঁজি অব্যাহত থাকবে।

জনপ্রিয়

আপনার ফোনে কোন ভার্সনের LMC বা GCam সাপোর্ট পাবে এবং কিভাবে সেই ভার্সন ডাউনলোড করবেন অতি সহজেই তা দেখে নিন!!

কেন্দুয়ায় ৪৮ ঘন্টা যাপত মাদ্রাসা এক শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশের সময় : ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা ক্রাইম রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৪৮ ঘন্টা যাবত এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা যায় পারিবারিক ও কেন্দুয়া থানা সূত্রে ।

৯জুলাই বুধবার বেলা ২টার সময় শিক্ষার্থীর বাবা আব্দুস সালাম (৫৩) এ মর্মে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং -৪১৯

নিখোঁজ শিক্ষার্থীর নাম -সাজিদুল ইসলাম প্রান্ত (১৫)।
মায়ের নাম রুনা আক্তার,
গ্রাম -রাজনগর,
ইউনিয়ন -রোয়াইলবাড়ি আমতলা ।

জিডিতে উল্লেখ করা হয়- গত ৭জুলাই বিকাল ৩ঘটিকায় বাড়ি হতে মাদ্রাসা যাওয়ার পথে বাসার নিচে নিজের অজান্তে হারিয়ে যায় সে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। তার শারীরিক গড়ন -মুখের আকৃতি গোলাকার, নাক লম্বা, উচ্চতা -৫ফুট,
চুল -ছোট। পড়নে ছিলো নীল গেঞ্জি, কালো পায়জামা ও খয়েরি স্যান্ডেল ।
সাজিদুলের ভাই সামিউল ইসলাম অর্পনের সাথে জরুরি যোগাযোগের জন্যে এই মোবাইল নাম্বারটি ০১৩১৮৬৫৪০৮৪ দেয়া হয়েছে উক্ত জিডিতে।

সাজিদুল ইসলাম প্রান্ত এর আব্দুস সালাম বলেন- সাজিদুল ইসলাম প্রান্ত আমার খুব আদরের সন্তান । তিনি আরো বলেন, নিখোঁজ হওয়ার সময় সাজিদুলের হাতে একটি এন্ড্রয়েড (অপু) ফোনও ছিলো।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন- এসআই মোঃ বাবুল মিয়াকে তদন্ত ভার দেয়া হয়েছে। খোঁজাখুঁজি অব্যাহত থাকবে।