মোঃ নাজমুল হোসাইন শাওন, জেলা প্রতিনিধি রাঙামাটি;
আজ ০৫ জুলাই শনিবার সকাল ৯টা নাগাদ রাঙ্গামাটি শহরের গুরুত্বপূর্ণ ফিশারি বাঁধ এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে। “পাহাড়িকা” নামে পরিচিত
ঢাকা মেট্রো‑ব ১৪‑৭১৭৮ নম্বরের বাস ও
রাঙ্গামাটি‑ল ১১‑১০৭৩ নম্বরের একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে। এতে মোটরসাইকেল চালক কাজী শফিউল্লাহ (রাঙ্গামাটি অফিসার্স কলোনি, তবলছড়ি এলাকার বাসিন্দা) গুরুতর আহত হয়েছেন।
পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় প্রত্যক্ষদর্শীরা জরুরি ভিত্তিতে কাজী শফিউল্লাহকে উদ্ধার করে প্রথমে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।
এ ঘটনার পর ফিশারি বাঁধ এলাকায় কিছুক্ষণ মানুষের মধ্যে উত্তেজনা দেখা গেলেও অল্প সময়ের মধ্যেই পুলিশ ও দ্রুত সাড়া দেওয়া স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেল জব্দ করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার জন্য প্রয়োজনীয় প্রাথমিক তদন্ত শুরু করেছে।