মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা ক্রাইম রিপোর্টারঃ
ময়মনসিংহ সহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলপ্রকাশ করা হয়েছে।
আজ ১০জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর পাশের হার ৫৮.২২ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মোট পরীক্ষার্থী ৬ হাজার ৬৭৮ জন।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৭৭২ জন (৫০.৯৪%) এবং ছাত্রী ৫১ হাজার ৭৮৬ জন (৪৯.০৬%)। মোট পাশকৃত পরীক্ষার্থী ৬১ হাজার ৪৫৬ জন; যার মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। ছাত্র পাশের হার ৫৫.০৭ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৬১.৪৯ শতাংশ।
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এ ময়মনসিংহ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৬ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ১২৬ জন (৪৬.৮১%) এবং ছাত্রী ৩ হাজার ৫৫২ জন (৫৩.১৯%)। এ শিক্ষাবোর্ডের মোট ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানে এবছর এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এ বছর পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে ময়মনসিংহে মোট ফরম পূরণ করে ১লাখ ৭হাজার ১৬১জন শিক্ষার্থী।
একজন নাম না বলা অকৃতকার্য হওয়া ছাত্রের বাবা ভুক্তভুগী বলেন- কেন্দুয়া উপজেলায় শিক্ষার্থীরা অকৃতকার্য হওয়ার কারণ কি?
কেন্দুয়া উপজেলার কয়েকটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের কৃতকার্য ও অকৃতকার্যের তথ্য তুলে ধরা হলোঃ-
১/ সাবেরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী, ২৪২ জন - অকৃতকার্য ১১৭।
২/জনতা উচ্চ বিদ্যালয়,পরীক্ষার্থী, ১৭৩ জন- অকৃতকার্য ১০৮।
৩/ সায়মা শাহজাহান একাডেমী পরীক্ষার্থী, ২২০ জন - অকৃতকার্য ১২৩।
৪/নওপাড়া উচ্চ বিদ্যালয়, ১৬৫ জন-অকৃতকার্য ৯৩।
৫/সান্দিকোণা স্কুল এন্ড কলেজ, ১৬৬ জন - অকৃতকার্য ৭৭।
৬/ আশুজিয়া জেএনসি,১৪৬ জন- অকৃতকার্য ৪৮।
এই বছর অনেক বেশি ভালো করেছে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় ১৩৭ জনের মধ্যে মাত্র ৪ জন অকৃতকার্য হয়।
হুমায়ূন আহমেদের শহীদ স্মৃতি বিদ্যাপীঠে ৫৬ জন শিক্ষার্থী অংশ নেন এর মধ্যে শতভাগ কৃতকার্য হন।