নেত্রকোনার কেন্দুয়া উপজেলার অন্যতম গর্ব, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এবার এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
মোট ৫৬ জন পরীক্ষার্থীর সবাই সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে ২৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান এ সাফল্যের পেছনে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা ও একাগ্রতাকে কৃতিত্ব দেন। একই সঙ্গে তিনি প্রয়াত হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওনের দিকনির্দেশনার কথা কৃতজ্ঞতাপূর্ণ সুরে স্মরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বিদ্যালয়ের এই অর্জনের প্রশংসা করে বলেন, এটি শুধু কেন্দুয়া নয়, গোটা নেত্রকোনার জন্য গর্বের বিষয়। শিক্ষা ক্ষেত্রে এই ধারা অব্যাহত থাকুক। এটাই আমাদের প্রত্যাশা।
উল্লেখ্য, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অভিনেতা আসাদুজ্জামান নূর। ১৯৯৬ সালে গড়ে উঠা এ বিদ্যালয়টি ২০০৬ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে পূর্ণ কার্যক্রম শুরু করে। ৩০ কাঠা জমির ওপর নির্মিত প্রতিষ্ঠানটিতে রয়েছে সুসজ্জিত পাঠাগার শহীদ ফয়জুর রহমান আহমেদ পাঠাগার, মুক্তিযুদ্ধভিত্তিক দলিল ও আলোকচিত্র সংগ্রহ, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং সুবিশাল খেলার মাঠসহ আধুনিক শিক্ষার নানা উপকরণ।
গ্রামীণ শিকড় ছুঁয়ে গড়ে ওঠা এই বিদ্যাপীঠ শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীর হৃদয়ে।
তথ্যসূত্র: স্থানীয় সূত্র, বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন
প্রতিবেদন: রেজুয়ান হাসান জয়, কেন্দুয়া, নেত্রকোনা। মোবাইল: ০১৭৭০৬৪৭০৯৫