
আটপাড়া থানা। সাম্যবাদী নিউজ
নেত্রকোনার আটপাড়া উপজেলায় পুলিশের বিরুদ্ধে অভিযানের আড়ালে নগদ টাকা লোপাট এর অভিযোগ উঠে এসেছে। স্থানীয়দের দাবি, জুয়ার আসর থেকে আটক ব্যক্তিদের কাছ থেকে লক্ষাধিক টাকা জব্দ করা হলেও, থানায় তা দেখানো হয়েছে মাত্র ১ হাজার ৪৯০ টাকা।
ঘটনাটি ঘটে গত রোববার। উপজেলার বিভিন্ন গ্রামের পাঁচ ব্যক্তি স্থানীয়ভাবে তাস খেলছিলেন। হঠাৎ করে হাজির হন আটপাড়া থানার এসআই আল মামুন ও এএসআই মশিউর রহমান সুজনসহ কয়েকজন পুলিশ সদস্য। জুয়ার অভিযোগে তাদের আটক করা হয়, এবং ঘটনাস্থল থেকে মোটা অঙ্কের টাকা জব্দ করার কথা জানালেও অভিযোগ উঠেছে থানায় গিয়ে সেই টাকার অধিকাংশই উধাও।
ভুক্তভোগী হায়দার মিয়া বলেন, আমার কাছে ছিল ৩৩ হাজার ৪০০ টাকা। পুলিশ তা নিয়ে যায়, অথচ কাগজে লিখে মাত্র ১ হাজার ৪৯০ টাকা। অভিযোগ জানানোর পর উল্টো হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
আরেকজন সাফায়েত হোসেন বলেন, আমার পকেটে ছিল ১২ হাজার ৫০০ টাকা। পুলিশ ভিডিও করার আগে সেটা নিয়ে নেয়। প্রতিবাদ করলেই বড় মামলার ভয় দেখানো হয়েছে।
সাক্ষী নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। একজন স্বাক্ষী রফিকুল ইসলাম বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। ডেকে তুলে শুধু সই নিতে বলা হয়। কী ঘটেছিল কিছুই জানি না।
এ বিষয়ে এসআই আল মামুন দাবি করেন, যা উদ্ধার করেছি, সেটাই দেখানো হয়েছে। টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন।
তবে পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বলেন, বিষয়টি তদন্তাধীন। সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় মিথ্যা অভিযোগের জন্য অভিযোগকারীকে জবাবদিহি করতে হবে।
এমন ঘটনায় থানার ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেও, স্থানীয়রা স্বচ্ছ তদন্ত ও বিচার দাবি করছেন।
রিপোর্ট: রেজুয়ান হাসান জয় | নেত্রকোনা
মোবাইল: ০১৭৭০৬৪৭০৯৫