সুকমল চন্দ্র বর্মন (পিমল) জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ই জুলাই ২০২৫ (সোমবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপিতত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব রাখেন সহকারী কমিশনার ( ভূমি) কালাই ইফতেকার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, কালাই থানা অফিসার ইনচার্জ( ওসি) জাহিদ হোসেনের পক্ষ থেকে প্রতিনিধি সাব ইন্সপেক্টর তোফায়েল আহমেদ, কালাই পল্লী বিদ্যুৎ সমতির ডিজিএম ইঞ্জিনিয়ার জোবায়ের আলী বসুনিয়া, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, পুনট , কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান, পুনট ইউপি প্যানেল চেয়ারম্যান মোরশেদুল হক, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান কালাই প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তানভিরুল ইসলাম রিগানসহ আরো অনেকে। অত্র সভায় মাদক, জুয়া, চুরি ডাকাতি বন্ধের এবং এলাকার বিভিন্ন উন্নয়ন করার বিষয়ে আলোচনা করা হয়েছে। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় ভালো রাখার ব্যাপারে সভাপতি ইউএনও শামীমা আক্তার জাহান সকলের সহযোগিতা চেয়ে সবাইকে ধন্যবাদ জানায়ে তিনি আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সমাপ্তি ঘোষনা করেন।এ সময় আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।