
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা পাইকগাছা কয়রা সড়কে বেহাল দশার কারনে পুর্ব ঘোষণা ছাড়াই যাত্রীবাহী বাস বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। গাড়ি বন্ধের কারনে শতশত যাত্রী বাসস্টান্ডে এসে ভোগান্তিতে পড়েছে। অতিরিক্ত ভাড়া দিয়ে অনেকেই মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যে যাচ্ছে। শনিবার গভীর রাতে কপিলমুনি ফকিরবাসা মোড়ে ও তালা থানার পাশে বেহাল রাস্তায় ট্রাক আটকে যায়। সেকারনে ভোর থেকে সকল ধরনের বাস ট্রাক বন্ধ ঘোষণা করে বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতি। খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি সুত্রে খুলনা পাইকগাছা রুটে প্রতি ১২ মিনিট পর পর একটি গাড়ি ছেড়ে যায়। সে হিসেবে ১২০ টি গাড়ি চলাচল করে এ সড়কে। সড়ক খারাপ হওয়ার কারনে নির্দিস্ট সময়ে গন্তব্যে পোছানো সম্ভব হচ্ছে না। স্বপন হালদার নামে এক ব্যবসায়ী জানান, আমাকে খুলনা কোর্টে জরুরি কাজে যেতে হবে। বাস বন্ধের কারনে বিপাকে পড়েছি। পকেটে টাকা কম থাকায় বেশি টাকা দিয়ে মোটরসাইকেলে যেতে পারছি না। মনোয়ার হোসেন নামে এক যাত্রী বলেন, আমার পিতা খুমেক হাসপাতালে ভর্তি। গাড়ি বন্ধের কারনে খুলনা যেতে পারছি না আবার থাকতেও পারছি না। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া সুলতানা জানান, জরুরি কাজের জন্য বাড়িতে এসেছিলাম কিন্তু এখন যেতে পারছি না। আবার ১শত টাকা খরচ করে বাড়ি ফিরে যেতে হবে। কপিলমুনির স্থানীয় সাংবাদিক মিন্টু অধিকারী জানান, কপিলমুনির ফকিরবাসা মোড়, গোনাবাটি মোড়,মুচির পুকুর মোড়ের অবস্থা খুবই খারাপ। সকাল থেকে অনেক যাত্রীকে কাউন্টার থেকে ফিরে যেতে দেখেছি। এক কথায় যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। বাস ড্রাইভার আবু বক্কর জানান, বেহাল সড়কের কারনে গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। যাত্রীরা চরম ভোগান্তি পাচ্ছে। বাস মালিক সমিতির সহ সভাপতি অমরেশ কুমার মন্ডল জানান, আঠারো মাইল থেকে পাইকগাছা পর্যন্ত ৬ টি স্থানের রাস্তার খুব খারাপ অবস্থা। তালা থানা ব্রিজ মোড়ের মধ্যবর্তী স্থানে এবং কপিলমুনি ফকিবাসা মোড়, গোলাবাটি মোড়, মুচির পুকুরের মোড়ের অবস্থা খুবই খারাপ। আমরা মালিক সমিতির পক্ষ থেকে ইট বালু ফেলে মেরামতের চেষ্টা করছি। এই সড়ক বর্তমানে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান,তালা থানার পাশে মাল বোঝাই ট্রাক রাস্তার মাঝে নষ্ট হয়েছে। সেজন্য গাড়ি চলাচল বন্ধ আছে।
খুলনা সওজ নির্বাহী প্রকৌশলী মো: তানিমুল হক জানান, ভাঙা সড়কে মেরামতের কাজ শুরু হয়েছে।অচিরেই সড়ক চলাচল স্বাভাবিক হবে।