মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
আফিলগেট রেলক্রসিংয়ে ট্রেন ট্রাকের ভয়াবহ সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং মহানন্দা এক্সপ্রেসের ৩ টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় একজন বয়স্ক ব্যাক্তি নিহত হয়েছেন যার নাম পরিচয় জানাযায়নি। ১৪ জুলাই রাত ৮ টার দিকে আফিলগেট রেল ক্রসিং এ ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে রেলক্রসিং এ এর গেটম্যান না থাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনার পর গেটম্যান পলাতক রয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, যশোর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস মঙ্গলবার রাত ৮ টার দিকে আফিলগেট রেল ক্রসিংয়ে আসলে টেল ক্রসিংয়ের গেটম্যান গেট বন্ধ না করায় একটি ট্রাক রেললাইনের উপরে উঠে পড়লে ট্রেন ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক মুর্ছে যায় ও ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানিয়েছে ঘটনার পর ট্রেন এবং ট্রাক ড্রাইভারকে খুজে পাওয়া যাচ্ছে না। তবে স্থানীয় একাধিক সুত্র জানায়, দুর্ঘটনায় একজন নিহত এবং বহু ট্রেনের যাত্রী আহত হয়েছে। আহতদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছে এবং খুলনা - যশোর রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, আফিলগেট রেল ক্রসিং একটি গুরুত্বপূর্ণ রেলক্রসিং। কর্তব্যরত গেটম্যান দায়িত্ব অবহেলার কারনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছিল। তবে ফায়ার সার্ভিসের তরফ থেকে এ ঘটনায় হতাহতের সম্পর্কে সঠিক তথ্য জানাতে পারেনি।