
মো: শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকার একটি পুকুর থেকে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তররানীগাঁও দমদমা গ্রামের মনোগিরি হাজংয়ের বাড়ির পুকুর থেকে এ সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা খাবারের সন্ধানে ভারতের মেঘালয় পাহাড় থেকে অজগরটি এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মনোগিরি হাজংয়ের পুকুরপাড়ে অজগরটি দেখেন এক ব্যক্তি। পরে তার ডাক-চিৎকার শুনে স্থানীয় ১০-১২ জন যুবক কৌশলে অজগর সাপটি ধরেন। বর্তমানে সাপটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সাপটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। উদ্ধার করা অজগরটি প্রায় ৮ ফুট লম্বা এবং ওজন হবে ১৩ থেকে ১৪ কেজি। এ বিষয়টি স্থানীয়রা বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছেন। তারা এলে সাপটি তাদের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।