
আশিবার্দ সরকার ,,,কেন্দুয়া উপজেলা প্রতিনিধি;
বর্ষাই তো বাংলার প্রকৃতির আসল রূপ। বর্ষাকাল মানেই আকাশে কালো মেঘের ঘনঘটা উপভোগ করার সেরা মুহূর্ত। যখন-তখন এসে পড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আবার হুট করেই বেড়ে যায় বৃষ্টির তীব্রতা। চলার পথে কাদা-পানি। ঘরে সঁ্যাতসেঁতে ভাব। খাল-বিল-পুকুর-নদী-ডোবা পানিতে একাকার। সবুজ সজীবতায় গাছপালা, বন-বনানী প্রাণ ফিরে পায় প্রকৃতির নতুনত্বের ছোঁয়া। গ্রামের দৃশ্য হয়ে ওঠে সৌন্দর্যের প্রতীক হিসেবে অতুলনীয়। কত ধরনের ফুল ফোটে এ বর্ষায়, যা চোখে পড়লে চোখ ফেরানো কঠিন। ফোটে কেয়া, কামিনী, হিজল, বকুল, জারুল, করবী ও সোনালুসহ জুঁই-চামেলি। কিন্তু বর্ষার প্রধান ফুল হল কদম। এই জন্যই অনেকেই বলে থাকেন বর্ষা মৌসুমের ফুলের রাজা হচ্ছে কদমফুল। বৃষ্টিভেজা কদমের মনকাড়া সৌরভ ভিজে বাতাসে মিশে ছড়িয়ে পড়ে সারা প্রকৃতিতে। বর্ষা মৌসুমে যখন চারদিক ভিজে ওঠে তখন আমাদের মন হয় আরও সিক্ত, প্রাণে জেগে ওঠে অজানা প্রকৃতির নতুনত্বের ছোঁয়া। বর্ষা মৌসুমের কোনো এক বৃষ্টিভেজা দিনে কাঙ্ক্ষিত সেই প্রিয়জনকে কাছে পেলে বলে দেওয়া যায় হৃদয়ের কোণে জমিয়ে রাখা সব কথা। বর্ষা মানেই গ্রামে কাবাডি খেলার হৈ-হুলেস্নাড় পড়ে যাওয়ার ধুম। যদিও অতীতের মতো এখন আর গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাটি আর নেই। তবুও ঠিক আগের মতো স্মৃতির পাতায় ভেসে ওঠে। আর তখনি আমরা হয়ে উঠি মন-মননে বর্ষামুখর। হবে।