
লুৎফুন্নাহার রুমা,ব্যুরো চীফ ময়মনসিংহঃ
ময়মনসিংহ ফুল বাড়িয়া প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার বিতরণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সমাজ সেবা অফিসের উদ্যোগে ১৪ জুলাই সোমবার দুপুর ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের রুমে। উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম, ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ মোজাম্মেল হক, সমাজসেবা কর্মী দেলোয়ার হোসেন, রুবেল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
৬ জন দরিদ্র প্রতিবন্ধী শিশুদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। তাসলিমা আক্তার, শাহীনুল ইসলাম নাইম, আমির হোসেন, আব্দুল্লাহ আল মুমিন আবিদ, নাহিদ মিয়া ও রাবিন মিয়া এই প্রতিবন্ধী শিশুদের মধ্যে একটা করে হুইল চেয়ার বিতরণ করা হয় এবং হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী শিশুরা আনন্দিত প্রকাশ করে।
উক্ত আয়োজনে সমাজসেবা অফিসার মোঃ মোজাম্মেল হকের বক্তব্যে বলেন, আমাদের অফিসে সরকারি যেকোনো জিনিসপত্র বা ভাতা আসে আমরা দরিদ্র অসহায় মানুষের মধ্যে পৌঁছে দেই। কোন দুর্নীতি সুযোগ নেই । মানুষ বিনামূল্যে সেবা পায়। কেউ দুর্নীতি করলে আমাকে জানাবেন আমি সাথে সাথে ব্যবস্হা নিবো ইনশাআল্লাহ।