
~ রেজুয়ান হাসান, কলাম লেখক;
আমরা যখন সভা সমিতিতে সমাজ বদলের গল্প বলি, রাজনীতি রাষ্ট্রনীতি নিয়ে তর্ক করি, তখন এক কোণে দাঁড়িয়ে থাকা এক মা র দৃশ্য হয়তো আমাদের চোখ এড়িয়ে যায়। অথচ, সেই মা ই তো দিনের শুরুতে তার সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে আসে, বইয়ের ব্যাগটা ঝেড়ে দেয়, চোখে পরশ বুলিয়ে দেয়, ভালো করে পড়িস মা বলে।
আজ আমি এমনই এক মায়ের কথা বলতে এসেছি। নাম ঋতম সেন আমার ফেসবুক ফ্রেন্ড। তার এটা আসল নাম কি তা জানি না, সেটা বড় কথা নয়। বড় কথা হলো তিনি একজন মা। আমি তাকে বহুবার দেখেছি ফেসবুকে প্রতিদিন তার ছেলেকে স্কুলে দিয়ে আসছেন, সেই মুহূর্তটা ধরে রাখছেন ক্যামেরায়, মমতায়, ভালোবাসায়।
আপনি বলতেই পারেন এতে আশ্চর্য কী?
আশ্চর্য এখানেই, আমরা এখনো সেই মায়েদের মূল্য দেই না যারা প্রতিদিন একজন মানুষ গড়ে তোলার কাজ করেন।
আমরা ভাবি নেতা বদলালেই সমাজ বদলায়।
না ভাই, সমাজ বদলায় তখনই, যখন এক মা সকালে ছেলেকে স্কুলে দিয়ে বলে ভালো মানুষ হবি।
আমার চোখে একজন মা শুধু জন্মদাত্রী নন, তিনি একজন কারিগর।
তিনি বানান একজন সুশিক্ষিত সন্তান, যার ভিতরে থাকে মূল্যবোধ, নৈতিকতা, ভালোবাসা।
আমার মা যেমন করেছে,
ঋতম দিদিও তাই করছেন,
আপনার মাও নিশ্চয় তাই করেছেন।
কেউ একদিন বলেছিল
তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব।
ঋতম দিদি, আপনি সেই কথার জীবন্ত প্রমাণ।
আপনার জন্য শুভকামনা,
আপনার সন্তানের জন্য প্রার্থনা।
আমরা এমন মায়েদের গল্প বলতেই চাই,
কারণ একেকটা মা মানেই একেকটা আলো জ্বলা ভবিষ্যৎ।
আর ভাগ্নের জন্য দোয়া ও শুভকামনা রইলো।
Rhitam Sen একজন আদর্শ মা। দিদি
ফেসবুক লিংকhttps://www.facebook.com/share/19MpxnMWLG/