
মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা ক্রাইম রিপোর্টাসঃ
নেত্রকোনার কেন্দুয়ায় জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে জুলাই যোদ্ধার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বুধবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার এর সভাপতিত্বে এক মিনিট নিরবতা পালন করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রস্তুতিসভা শুরু হয়।
উপস্থিত ছিলেন- কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মতিউর রহমান, ইন্জিনিয়ার আলামিন সরকার, শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইউনুস আলী,কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার,উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই সেলিম, প্রমুখ।
উপস্থাপন করেন- যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।
বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান,উপজেলা জামায়াতের আমীর সাদেকুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দলের আহবায়ক মোঃ নুরুল হক, ইসলামের আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ ফারুকী, সাবেরুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাংগালী, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ এখলাছ উদ্দিন, কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব শান্তি খান,পৌর ছাত্র দলের আহবায়ক আশরাফুল ইসলাম,জুলাই যুদ্ধাহত যুদ্ধা ও উপজেলা সংগঠনের সভাপতি মিজানুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি সুমন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাসাম, সহ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তৃতায় বক্তারা বলেন- জুলাই যুদ্ধাদের মূল্যায়ন করতে হবে, তাদের নাম ইতিহাস হয় রব এটাই প্রত্যাশা করি।