রেজুয়ান হাসান জয়, দৈনিক সাম্যবাদী;
গোপালগঞ্জে জারি করা কারফিউয়ের কারণে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ও দুপুরে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুধুমাত্র গোপালগঞ্জ জেলার জন্য। অন্যান্য জেলা যথারীতি পূর্বঘোষিত সময় অনুযায়ী পরীক্ষার কার্যক্রম চালিয়ে যাবে।
ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে। বৃহস্পতিবার ছিল ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা। তবে বিকেলে যেসব বিষয়ের পরীক্ষা নির্ধারিত আছে, তার কোনটি গোপালগঞ্জে ছিল না।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও একই দিনে পৃথক বিজ্ঞপ্তিতে জানায়, তাদের আওতাধীন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, এইচএসসি (ভোকেশনাল) এবং এইচএসসি (বিএমটি)-এর ১৭ জুলাইয়ের গোপালগঞ্জের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়েছে, গোপালগঞ্জ ব্যতীত দেশের অন্যত্র আলিম পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপি'র সমাবেশ ঘিরে সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করা হয়।
এই পরিস্থিতিতে জেলা জুড়ে শিক্ষা কার্যক্রমও আপাতত স্থবির হয়ে গেছে।