মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ ১৬ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরন,দোয়া এবং বৃক্ষ রোপন কর্মসুচি পালিত হয়েছে। দিবসের শুরুতে সকালে সরকারি নির্দেশনা মোতাবেক রাস্ট্রিয় শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম, উপ উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. নুরুন্নবী, ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নুর আলম, আইন স্কুলের ডিন ( ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহামুদুল হাসান, মর্ডান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ ড. মুহাম্মাদ শাহজালাল অংশ গ্রহণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, পরিক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত শেখ শারাফাত আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ভারপ্রাপ্ত আবু সালেহ মো: পারভেজ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক অতিরিক্ত দায়িত্বে মিজানুর রহমান খান, লিগ্যাল সেলের পরিচালক ( অতিরিক্ত) দায়িত্বে এস এম শাকিল রহমান, অফিসার্স কল্যান পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মোহাম্মাদ আলী, উপ উপাচার্যের সচিব মো: শফিকুল ইসলাম, ট্রেজারার সচিব শেখ আবসার উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিসিপ্লিনের শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সহ মুসল্লীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।