
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাম্যবাদী;
পাকিস্তানের রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। এবার তিনি শুধু ইমরানের প্রাক্তন নন। তিনি স্বয়ং এক রাজনৈতিক দলপ্রধান। করাচির প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচিত সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন নতুন দল পাকিস্তান রিপাবলিক পার্টি গঠনের।
সাংবাদিক থেকে রাজনীতিক এই উত্তরণের পথে রেহামের ভাষণ ছিল সাহসী ও জনগণের স্বরপুষ্ট। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই সত্যিকারের জন প্রতিনিধি তৈরি করা, যারা কেবল চেয়ারে বসবে না, জনগণের কণ্ঠ হয়ে উঠবে।
রেহামের দল বিশেষভাবে নারীর অধিকার ও কৃষকবান্ধব সংস্কারের ওপর জোর দিচ্ছে। তাঁর ভাষায়, রাষ্ট্রীয় নীতিতে প্রতিফলিত হওয়া উচিত সেইসব বাস্তবতা, যা সাধারণ মানুষ প্রতিদিন নিজের কাঁধে বহন করেন।
তিনি আরো বলেন, পাকিস্তান আমার সংবিধান। রাজনীতির আসল লক্ষ্য যেন শুধু ক্ষমতা না হয়ে দাঁড়ায় বরং শান্তি, সম্মান ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠাই হোক মূল অঙ্গীকার।
সাবেক বিবিসি সাংবাদিক রেহামের এই পদক্ষেপ ইতোমধ্যেই দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি ভবিষ্যতে পাকিস্তানের রাজনৈতিক মাঠে বড় এক মোড় তৈরি করতে পারে।
সূত্র: ডন অবলম্বনে।