মো: শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
ধর্মপাশায় হাওরের প্রবল স্রোতে প্রাণ গেল কলমাকান্দার শামছুন্নাহার বেগমের।
সুনামগঞ্জের ধর্মপাশায় ট্রলার ডুবে শামছুন্নাহার বেগম (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালবেলা জয়শ্রী ইউনিয়নের স্বরস্বতীপুর থেকে মধ্যনগরে যাওয়ার পথে শালদিগা হাওরের প্রবল স্রোতে পিপড়াকান্দা ব্রিজের নিচে ট্রলারটি উল্টে যায়।
নিহত শামছুন্নাহার নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা ও মৃত আজিজ মিয়ার স্ত্রী
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে গেলে অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও শামছুন্নাহার বেগম নিখোঁজ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।