
আজ শনিবার ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াত ইসলামীর মহাসমাবেশ। এই সমাবেশে খুলনা জেলা ও মহানগর থেকে ২৬০ টি বাস ট্রেনের একটি বগি ভর্তি করে নেতাকর্মীরা ঢাকায় গেছেন। খুলনা মহানগর জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ১১০ টি বাসের ব্যবস্থা করেছে। এসব যানবাহনে প্রায় ৭ হাজার নেতাকর্মী ঢাকায় গেছেন। এছাড়াও ট্রেনের একটি বগি ও রিজার্ভ ছিল। পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ও অনেকে সমাবেশে যোগ দিচ্ছেন। অন্যদিকে খুলনা জেলা জামায়াতের পক্ষ থেকে ও নেওয়া হয়েছে আলাদা প্রস্তুতি। জেলা ও ইউনিটের আয়োজনে প্রায় ১৫০ টি বাসে ঢাকায় যাচ্ছেন। এবিষয়ে জামায়াতের খুলনা মহানগর সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল বলেন, এই মহাসমাবেশে খুলনার নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে বেশিরভাগ গাড়ি ঢাকায় পৌঁছেছে।