

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদের পরিবারকে শান্তনা দিতে খুলনা আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।আগামী ২২ জুলাই মঙ্গলবার সকালে তিনি ঢাকা থেকে খুলনা আসছেন বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মিয়া গোলাম পরোয়ার বলেন, আমীরে জামাত রবিবারই যাওয়ায় প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সমাবেশ স্থলে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা আপাতত কোথাও সফর না করার পরামর্শ দিয়েছেন। এজন্য মঙ্গলবার ২২ জুলাই তিনি খুলনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমীরে জামাতের খুলনা সফরসুচি পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। তবে সম্ভবত, সকালে ঢাকা থেকে রওনা দিয়ে খুলনা দাকোপের মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে তার কবর জিয়ারত শেষে আবারোও ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করতে পারেন। জামায়াতে আমীরের সাথে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার থাকবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।













