মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
করোনায় আক্রান্ত হয়ে দীপ রায়(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্ন পুরি এলাকার বাসিন্দা। আজ ২১ জুলাই ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি চলতি বছরে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) এবং ডেঙ্গু করোনার ফোকাল পার্সন ডা: খান আহমেদ ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীপ। সেখানে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার ২০ জুলাই বিকালে খুমেক হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ২১ জুলাই ভোররাতে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে এখন পর্যন্ত ১০ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে একজন চিকিৎসাধীন আছে।