
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে নগরীর নিরালা কাঁচাবাজারের পাশে এ ঘটনা ঘটে। মৃত ঔই যুবক বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, মৃত জাকির হোসেন নিরালা ১৭ নং রোডের বাসিন্দা সবুরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি ব্যবসা করতেন। রাতে নিরালা কাঁচা বাজারের পাশে পেট ধরে দৌড়ানোর সময়ে পুরাতন ফার্নিচার ব্যবসায়ী জাকিরের দোকানের সামনে এসে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাকিরের পিঠের দুটি স্থানে এবং পেটের নাভীর গোড়ায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, ঔই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯ টার কিছুক্ষন পর নিরালা এলাকা থেকে একটি দুর্ঘটনার খবর জানিয়ে ফোন দেওয়া হয়। রাতে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতালে খবর নিয়ে জানাযায়, ঔই যুবক মারা গেছেন। দুর্বৃত্তরা ছুরিকাঘাত করলে ঔই যুবক মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর জেনে পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কি কারনে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।