
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
তেরখাদা উপজেলা বারাসাত গ্রামে পুলিশের ওপর সংগবদ্ধ হামলার মামলায় প্রধান আসামী মো: পলাশ শেখকে একদিনের রিমান্ডে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।আজ ২২ জুলাই খুলনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর বিচারক মো: নাজমুল কবির মামলার তদন্ত কর্মকর্তার আবেদন শুনে এ আদেশ দেন। আদালতে জিআরও প্রভাষ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।পলাশ শেখ বারাসাত গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। তাকে গত ১৬ জুলাই রাতে রুপসা উপজেলার একটি চেকপোস্ট থেকে গ্রেফতার করে তেরখাদা থানা পুলিশ। সেখানে খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সহায়তা করে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো: রফিকুল ইসলাম জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত ১ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুন দুপুরে মারামারি একটি মামলার আসামিকে গ্রেফতার করতে অভি্যান চালায় তেরখাদা থানার এস আই মেহেদী হাসান। অভিযানের সময় পলাশ শেখ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে পাশ্ববর্তী বিল এলাকা থেকে ধরে ফেলে। তার চিৎকারে সাড়া দিয়ে প্রায় ৩০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোটা ও রড ও রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় এস আই রবীন্দ্রনাথ পোদ্দার, কনস্টেবল সোহেল রানা ও জয়ন্ত রায় সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। কনস্টেবল সোহেল রানাকে রামদা দিয়ে কোপ দিলে তার ডান হাতে গুরুতর জখম হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। ঘটনার পর দিন এস আই মেহেদী হাসান বাদী হয়ে তেরখাদা থানায় ৩০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর ৯ জুলাই ১৫ জন আসামি খুলনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মাসমর্পন করেন। শুনানি শেষে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।