
রেজুয়ান হাসান জয়, নেত্রকোনা প্রতিনিধি;
ঢাকা, ২২ জুলাই ২০২৫:
ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার আজ ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।
এ প্রেক্ষিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর আজকের (মঙ্গলবার) সকল পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে সংঘটিত দুর্ঘটনায় শিক্ষার্থীদের জান মালের ক্ষতি হয়েছে। বিষয়টি বিবেচনায় এনে আজকের পরীক্ষাগুলো নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২২ জুলাই তারিখে স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এদিকে দুর্ঘটনার খবরে দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ইতোমধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছিল, কেউ কেউ ছিল রাস্তায়। জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমে খবরটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিষয়টি গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে দিতে অনুরোধ করেছে শিক্ষা বোর্ড।
সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষার পরবর্তী সময়সূচির জন্য নিয়মিত শিক্ষা বোর্ডের ওয়েবসাইট বা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রেজুয়ান হাসান জয় ,নেত্রকোনা প্রতিনিধি।