, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
দৈনিক সাম্যবাদী নিউজ

শুভ জন্মদিন সাম্যবাদী নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মালেক স্যার।

২১ জুলাই ২০২৫ | বিশেষ প্রতিবেদন

যার কলমে উঠে এসেছিলো সবার কথা আজ তার জন্মদিন

শুভ জন্মদিন সাম্যবাদী নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মালেক স্যার।

আমরা কারো মুখপাত্র হই না, আমরা মানুষের ভাষা বলি।

এই বাক্যটি যখন প্রথমবার একটি দেয়ালে লেখা হয়েছিল, তখন কেউ জানত না। এটা একদিন একটি আদর্শ হয়ে উঠবে। আর যিনি এই আদর্শের জন্ম দিয়েছিলেন, তিনি আজ জীবনের আরেকটি বছর অতিক্রম করলেন।

আজ ২১ জুলাই, জন্মদিন আব্দুল মালেক স্যার–এর।

একজন স্বপ্নবান মানুষ, যিনি সাংবাদিকতাকে পেশা নয়, দায়িত্ব মনে করেছিলেন। আর সেই দায়িত্ব থেকেই জন্ম নিয়েছিলো দৈনিক সাম্যবাদী নিউজ ডেস্ক।

একটি কলম, একটি নীতির নাম—আব্দুল মালেক

যেখানে অন্যরা হেডলাইন খুঁজতো, তিনি খুঁজতেন মানুষের হাহাকার।

যেখানে অন্যরা সংবাদ লিখতো, তিনি লিখতেন সমাজের স্নায়ুবেদনা।

তাঁর অফিস ছিলো একখণ্ড যুদ্ধক্ষেত্র মিথ্যার বিরুদ্ধে কলম চালানো সৈনিকদের ঘাঁটি।

সত্য প্রকাশে ভয় নাই। এই বিশ্বাসে দাঁড় করিয়েছিলেন সংবাদপত্রের একটি অন্যধারা।

আজও তিনি প্রেরণা, ছায়া, এবং প্রতিবাদের প্রতীক

তিনি শেখান নির্বাক মানুষের কণ্ঠ হওয়া কেমন করে।

তিনি বোঝান সংবাদ মানেই সরকারের মুখপাত্র হওয়া নয়, জনগণের বিবেক হওয়া।

তার জন্মদিন তাই শুধু একটি ব্যক্তির নয়,

একটি আন্দোলনের, একটি নৈতিকতার, একটি মেরুদণ্ডের জন্মদিন।

শুভ জন্মদিন, মালেক স্যার

আজ সাম্যবাদী নিউজের প্রতিটি শব্দ, প্রতিটি কারিগর,

শ্রদ্ধায় মাথা নত করছে সেই মানুষটির কাছে

যার হাত ধরেই সত্য বলার সাহস পেয়েছিলাম আমরা।

আপনার দীর্ঘ জীবন হোক আলোকিত, দৃঢ় ও দৃপ্ত।

এই দেশ, এই মাটি, এই সংবাদজগত আপনার মতো মানুষকে আরো বহু বছর চায়।

নিউজ ডেস্ক রিপোর্ট, দৈনিক সাম্যবাদী

জনপ্রিয়

দৈনিক সাম্যবাদী নিউজ

শুভ জন্মদিন সাম্যবাদী নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মালেক স্যার।

প্রকাশের সময় : ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

২১ জুলাই ২০২৫ | বিশেষ প্রতিবেদন

যার কলমে উঠে এসেছিলো সবার কথা আজ তার জন্মদিন

শুভ জন্মদিন সাম্যবাদী নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মালেক স্যার।

আমরা কারো মুখপাত্র হই না, আমরা মানুষের ভাষা বলি।

এই বাক্যটি যখন প্রথমবার একটি দেয়ালে লেখা হয়েছিল, তখন কেউ জানত না। এটা একদিন একটি আদর্শ হয়ে উঠবে। আর যিনি এই আদর্শের জন্ম দিয়েছিলেন, তিনি আজ জীবনের আরেকটি বছর অতিক্রম করলেন।

আজ ২১ জুলাই, জন্মদিন আব্দুল মালেক স্যার–এর।

একজন স্বপ্নবান মানুষ, যিনি সাংবাদিকতাকে পেশা নয়, দায়িত্ব মনে করেছিলেন। আর সেই দায়িত্ব থেকেই জন্ম নিয়েছিলো দৈনিক সাম্যবাদী নিউজ ডেস্ক।

একটি কলম, একটি নীতির নাম—আব্দুল মালেক

যেখানে অন্যরা হেডলাইন খুঁজতো, তিনি খুঁজতেন মানুষের হাহাকার।

যেখানে অন্যরা সংবাদ লিখতো, তিনি লিখতেন সমাজের স্নায়ুবেদনা।

তাঁর অফিস ছিলো একখণ্ড যুদ্ধক্ষেত্র মিথ্যার বিরুদ্ধে কলম চালানো সৈনিকদের ঘাঁটি।

সত্য প্রকাশে ভয় নাই। এই বিশ্বাসে দাঁড় করিয়েছিলেন সংবাদপত্রের একটি অন্যধারা।

আজও তিনি প্রেরণা, ছায়া, এবং প্রতিবাদের প্রতীক

তিনি শেখান নির্বাক মানুষের কণ্ঠ হওয়া কেমন করে।

তিনি বোঝান সংবাদ মানেই সরকারের মুখপাত্র হওয়া নয়, জনগণের বিবেক হওয়া।

তার জন্মদিন তাই শুধু একটি ব্যক্তির নয়,

একটি আন্দোলনের, একটি নৈতিকতার, একটি মেরুদণ্ডের জন্মদিন।

শুভ জন্মদিন, মালেক স্যার

আজ সাম্যবাদী নিউজের প্রতিটি শব্দ, প্রতিটি কারিগর,

শ্রদ্ধায় মাথা নত করছে সেই মানুষটির কাছে

যার হাত ধরেই সত্য বলার সাহস পেয়েছিলাম আমরা।

আপনার দীর্ঘ জীবন হোক আলোকিত, দৃঢ় ও দৃপ্ত।

এই দেশ, এই মাটি, এই সংবাদজগত আপনার মতো মানুষকে আরো বহু বছর চায়।

নিউজ ডেস্ক রিপোর্ট, দৈনিক সাম্যবাদী