
রেজুয়ান হাসান জয়, নেত্রকোনা;
নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও গ্রামে এক রাতের ভেতর ঘটলো অপ্রত্যাশিত এক আতঙ্কের ঘটনা শিয়ালের হঠাৎ হামলায় শিশুসহ ১৭ জন মানুষ আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (২৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে। স্থানীয় বাসিন্দারা জানান, অন্ধকার নেমে আসার পরপরই হঠাৎ করেই গ্রামে একটি বন্য শিয়াল তাণ্ডব শুরু করে। হালকা আঁধারে পথঘাটে থাকা মানুষদের একের পর এক কামড়ে যায় প্রাণীটি।
আহতদের মধ্যে আছেন শিশু মারিয়া (৩), আবির (২), তাইজুল (৬), কিশোর তন্না আক্তার (১০), যুবক মোরসালিন (১৭), নারী শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), জেসমিন (৪৫), এবং বৃদ্ধ আসব আলী (৭৫)। আরও আছেন এরশাদ মিয়া, শামীম মিয়া, আঙ্গুর মিয়া, লিজা আক্তার, কাইয়ূম মিয়াসহ মোট ১৭ জন।
আহত কাইয়ূম মিয়া জানান, রাতের খাওয়া শেষে ঘরে বসে ছিলাম। আচমকাই একটা বন্য শিয়াল ঘরে ঢুকে কামড়ে দেয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে জেনেছি, একইভাবে আরও অনেককে কামড়েছে।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্বাস আলী জানান, রাত ১০টার দিকে আহত রোগীরা আসতে থাকেন। তাদের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক সেবা নিয়েছেন।
গ্রামজুড়ে এখনো বিরাজ করছে ভয়, আতঙ্ক আর উৎকণ্ঠা। গ্রামবাসীর দাবি।এ ধরনের বন্য প্রাণীর হঠাৎ আক্রমণ থেকে বাঁচাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।