
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনার রুপসা ট্রলার ঘাটে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারনে অজ্ঞাত পরিচয় এক শিশু নদীতে পড়ে করুন মৃত্যু হয়েছে। এঘটনায় প্রতিবাদ করায় ট্রলার মাঝিরা একত্রিত হয়ে রায়হান নামের এক যুবককে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করেছে। ঘটনাটি করেছে বুধবার ২৩ জুলাই রাত পৌনে ৯ টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে রুপসা নদী পার হবার সময় ট্রলার মাঝিরা অতিরিক্ত যাত্রী বহন করার কারনে এক শিশু নদীতে পড়ে করুন মৃত্যু হয়। পরবর্তী ট্রলারটি দ্রুত গতিতে পশ্চিম রুপসা খেয়াঘাট থেকে পুর্ব রুপসা খেয়াঘাটে ভিড়লে আরো এক যুবক নদীতে পড়ে যায়। তখন ঔই ট্রলার যাত্রী রায়হান অতিরিক্ত লোক বোঝাই করার প্রতিবাদ করলে ঘাট মাঝিরা একত্রিত হয়ে রায়হানকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। উপস্থিত লোকজন তাকে ধরে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেছে। আহত যুবকের বাড়ি রুপসা উপজেলার রামনগর গ্রামে। তবে নিহত শিশুটির কোন পরিচয় পাওয়া যায় নি। রুপসা নৌ পুলিশ ফাড়ির পরিদর্শক আবুল খায়ের বলেন, অজ্ঞাত নামা ৪/৫ বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হলে কর্ব্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর শিশুটির পরিবারের লোকজন লাশটি নিয়ে যায়। যেকারনে নাম ঠিকানা জানা যায়নি।