মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
করোনা ভাইরাস আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আল আমিন (৩৮) নামের রোগী মারা গেছেন। বৃহস্পতিবার রাতে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২১ জুলাই খুমেক হাসপাতালে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছিল। আল আমিন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দ্ধিতীয় রোগী। খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) এবং করোনা ইউনিটের ফোকালপারসন ডা: খান আহমেদ ইশতিয়াক জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা আল আমিন বৃহস্পতিবার বেলা ১১ টায় করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি হন। কৃত্রিম শ্বাস যন্ত্রের মাধ্যমে তার চিকিৎসা চলছিল। রাত ৮ টায় তার মৃত্যু হয়।