
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা বড় মির্জাপুর এলাকায় রহমান ছাতা কারখানার আগুন সাড়ে তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট। পুড়েগেছে দুটি বিল্ডিংয়ের পাঁচতলা। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর বড় মির্জাপুর এলাকার সামসুর রহমান রোডের পাচতলা বিল্ডিংয়ের তিনতলায় রহমান ছাতা কোম্পানির কারখানায় আগুন লাগে। আশপাশের মানুষ আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়,সাথে সাথে ঘটনাস্থলে দুটি ইউনিট পৌছায়। পরে খুলনা, সদর,টুটপাড়া ও খালিশপুর থেকে আরো ৫ ইউনিট আসে। পরে রাত তিনটার দিকে আরো একটি ইউনিট যোগ হয়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, আগুন ভোর ৫ টার দিকে নিয়ন্ত্রনে এসেছে। আগুন সামসুর রহমান রোডের দুটি বিল্ডিংয়ের পাচটি তলা পুড়ে গেছে। প্রথম পাচতলা বিল্ডিংটির তিনতলা ও চারতলা পুড়ে গেছে। পরে দ্ধিতীয় আরো একটি পাচতলা বিল্ডিংয়ের তিন,চার ও পাঁচ তলা পুড়ে গেছে। এখানে রহমান ছাতা কোম্পানির কারখানা ও গুদাম ছিল। তবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো জানাযায়নি। এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এই কর্মকর্তা আরো জানান, বিল্ডিংটিতে যাতায়াতের পথ পর্যাপ্ত না থাকায় আগুন নেভাতে অন্য বাড়ির টিনে ও ছাদে উঠে পানি দিতে হয়েছে। এ কারনে সময় লেগেছে বেশি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, মশা মারার গ্লোব অথবা শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। এলাকাটি ঘনবসতিপুর্ন এলাকা হওয়ায় মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।