
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের উপাচার্য হিসেবে যোগদান করেছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ( অব:) ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। শুক্রবার ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি যোগদান করেন। এর আগে বিকাল ৪ টায় তিনি কুয়েটের ক্যাম্পাসে প্রবেশ করেন। এর পর বিভিন্ন দপ্তরে খোজ খবর নেন। আজ শনিবার থেকে তিনি নিয়মিত অফিস করবেন। । প্রসঙ্গত, ২৪ জুলাই বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রফেসর মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাস্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইন, ২০০৩- এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে শতাধিক ব্যক্তি আহত হন। এর জেরে ২৬ এপ্রিল কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারন করে সরকার। পরবর্তীতে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ ও পদত্যাগের ঘটনা ঘটে। দীর্ঘ পাঁচ মাসের অচলাবস্থার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে প্রফেসর মাকসুদ হেলালীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক মোঃ মাকসুদ হেলালী আয়ারল্যান্ড এর ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি এবং এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে ১৯৮৪ সালে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে ১৯৮৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৬ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯৮ সালে অধ্যাপক হিসেবে যোগদান করেন। অতপর ২০২১ সালে বুয়েট থেকে অবসর গ্রহণ করেন। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক ( গবেষণা সম্প্রসারন) সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার ২৯ টি গবেষণা প্রবন্ধ দেশেও বিদেশের উল্লেখ যোগ্য জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস এ প্রকাশিত হয়েছে।