
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
একদিনের ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। আজ ৩১ জুলাই দুপুরে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো: রকমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একদিন আগে বুধবার ৩০ জুলাই সকালে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রতিকান্ত ডাকুয়া (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা: খান আহমেদ ইশতিয়াক বলেন, বুধরাত সাড়ে ১১ টায় মো: রকমান নামের এক যুবক খুমেক হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার দুপুরে আড়াইটার দিকে করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খুলনা মহানগরীর হরিনটানা রায়েরমহল এলাকার বাসিন্দা মো: আনোয়ার হোসেনের ছেলে। এনিয়ে চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চারজন রোগীর মৃত্যু হয়েছে।