
নিজস্ব প্রতিবেদক, কেন্দুয়া:
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক নেতা মোঃ সেকুল ইসলাম খানের জন্মদিন উপলক্ষে আজ এক প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়। কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জন্মদিন উদযাপন করেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন খোকনসহ কেন্দুয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
জন্মদিনের কেক কাটার পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা সেকুল ইসলাম খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, সেকুল ইসলাম খান শুধু প্রেসক্লাবের সভাপতি নন, তিনি আমাদের সাংবাদিক সমাজের প্রেরণার উৎস।
আলোচনা শেষে মোঃ সেকুল ইসলাম খান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের ভালোবাসা ও শুভকামনায় আমি অনুপ্রাণিত। আমি প্রতিশ্রুতিবদ্ধ, কেন্দুয়া প্রেসক্লাবের সম্মান ও উন্নয়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।
অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তাঁর আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক এই কামনা করেন।