রেজুয়ান হাসান জয়|মিডিয়া প্রতিনিধি;
রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের নানা প্রান্তে টানা বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পুলিশ গ্রেপ্তার করেছে ১ হাজার ২৬১ জনকে। পুলিশের সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এদের মধ্যে ৭৪৯ জনের বিরুদ্ধে আগেই জারি ছিল গ্রেপ্তারি পরোয়ানা বা চলমান মামলার অভিযোগ। আর বাকি ৫১২ জন ধরা পড়েছে বিভিন্ন নতুন অপরাধে জড়িত থাকার অভিযোগে। এই অভিযান শুরু হয় ৩০ জুলাই রাত ১২টা থেকে এবং চলে ৩১ জুলাই রাত ১২টা পর্যন্ত। পুলিশ জানিয়েছে, অভিযানে মেলে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য। একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৬১ রাউন্ড গুলি এবং ১০টি ককটেল। এদিকে, একই সময়ে সিসা কারখানায় চালানো আরেক অভিযানে ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়। এর আগের দিনেও পুলিশের অভিযানে ধরা পড়েছিল ১ হাজার ৩৮৪ জন। যা ক্রমাগত অভিযানের ধারাবাহিকতায় পুলিশের সক্রিয় উপস্থিতিরই ইঙ্গিত দেয়।