
নিজস্ব প্রতিবেদক;
খুলনার সোনাডাঙ্গা সবুজবাগে নিজ বাড়িতেই নির্মমভাবে খুন হলেন মনোয়ার হোসেন টগর (২৮)। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, রাতের বেলা তিন যুবক বাড়ির গেটে এসে টগরের বাবাকে বলেন, আমরা ওর পরিচিত। বিশ্বাস করে দরজা খুলে দেন তিনি। কিন্তু ঘরে ঢোকার পরপরই তারা টগরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঘটনার সময় টগরের বাবা ছিলেন বাড়িতেই। তিনি বলেন, তারা বলল পরিচিত, তাই দরজা খুলে দিলাম। আমি বউমাকে ডাকতে যাই, ফিরে এসে দেখি ছেলেটা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে।
স্থানীয়দের সহায়তায় টগরকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
টগরের পেশা ছিল রঙের কাজ। সহজ সরল এই যুবকের এমন নির্মম মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।