জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি;
জামালপুর পৌর শহরের তমালতলা রাণীগঞ্জ বাজার বড় বাজার, ব্যবসায়িদের জন্য টিন সেড দোকান ঘর নির্মান কাজে অনিয়ম ও দূর্নীতি মাধ্যমে কাজ সম্পন্ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কলামের উপর ভিম ডালায়ে এমন ময়লা যুক্ত পাথর দিয়ে রাতের আধারে ডালাই কাজ সম্পন্ন করেছে কন্ট্রাকটার। কোন ইঞ্জিনিয়ার বা তদারকির কেউ নেই। অনেক খোজাখুজি করেও কাউকে পাওয়া যায়নি। মিস্ত্রীরা বলে কন্ট্রাকটারের বাড়ী অনেক দূরে তাদের কেউ নেই এখানে। তারা আরও বলেন জামালপুর পৌরসভার বাজার, মেলান্দহ বাজার, মাদারগঞ্জ বাজারসহ জামালপুরের আরও কয়েকটি বাজারে এমন কাজ হচ্ছে। সব স্থানেই এমন অনিয়ম, দূর্নীতি ও তারাহুরো করে এই কাজ সম্পন্ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। একাজে দেখার কেউ নেই। জামালপুর পৌর সভার তত্ত্বাবধানে এই বাজারের কাজটি করা হচ্ছে বলে জানা গেছে। প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের এর অর্থায়নে এই কাজটি বাস্তবায়িত হচ্ছে বলে জানা গেছে।