
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
মানবপাচার, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে সতেতনতা মুলক সেশন অনুষ্ঠিত। মানবপাচার, মানবচোরাচালান,অনিরাপদ অভিভাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে সচেতনতা মুলক সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জুলাই সকাল ১১ টায় মানবাধিকার সংস্থা জাস্টিস এ্যান্ড কেয়ার এর আয়োজনে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন মোহাম্মাদ নগর মহিলা কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের সাথে এ সচেতনতামুলক সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মানব পাচার এবং পাচার হওয়া ভিকটিম শনাক্তকরন, নিরাপদ অভিবাসন এবং বাল্য বিবাহের মত সামাজিক অপরাধ প্রতিরোধ কিংবা নিয়ন্ত্রন করা খুব সহজ কাজ নয়। স্কুল এবং কলেজের শিক্ষকদের মাধ্যমে তৃনমুল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এ ধরনের অপরাধ নিয়ন্ত্রনে শক্তিশালী ভুমিকা পালন করতে পারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ ও নিরিহ লোকদের ভালো চাকুরি, মডেলিং, বিয়ের সুযোগ সহ নানান সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের ছেলে মেয়েদের বিভিন্ন দেশে পাচার করা হয়। প্রতারণার শিকার ভুক্তভোগীরা যখন বুঝতে পারে তারা পাচার হয়েছে তখন তারা নিরুপায়। একটা মানুষ যখন পাসপোর্ট ছাড়া অন্যদেশে পাচার হয় তাকে চিহ্নিত করে উদ্ধার করাটা অনেক কঠিন কাজ। মানবাধিকার সংস্থা জাস্টিস এ্যান্ড কেয়ার বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাচার হওয়া ভিকটিম উদ্ধার এবং তাদের আইনি সহায়তা প্রদান করে। মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সচেতনতা মুলক প্রচেষ্টার মাধ্যমে অনেক ছাত্র ছাত্রী এ ধরনের প্রতারণা থেকে রেহায় পেতে পারে।মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদেরকে তিনি প্রতারণা এবং অনলাইন হয়রানি এড়াতে পরামর্শ প্রদান করেন। এসময় পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এওয়ারনেস কার্ড বিতরন করা হয়। অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে মানবপাচার ও বাল্যবিবাহের মত সামাজিক অপরাধ নিয়ন্ত্রনে কার্যকরি ভুমিকা পালন করার প্রত্যয় ব্যাক্ত করা হয়। এসময় সেশনে জাস্টিস এ্যান্ড কেয়ার কর্মকর্তা সহ মোহাম্মাদ নগর মহিলা মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।