নিজস্ব প্রতিবেদক: দৈনিক সাম্যবাদী নিউজ ডেস্ক;
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিজ হাতে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেও, শিক্ষিকার ভাষ্যে স্পষ্ট এটি কোনো অবমাননা নয়, বরং দায়িত্ববোধের জায়গা থেকেই নেওয়া সিদ্ধান্ত। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীনের অনুরোধের পরপরই শামিমা ইয়াছমিন ছবিটি সরিয়ে বিদ্যালয়ের আলমারিতে সংরক্ষণ করেন। তিনি জানান, ছবিটি আমি ভালোবাসা থেকে টাঙিয়েছিলাম। বিকেলে শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে আমি নিজেই তা খুলে রেখেছি। কারণ আমি একজন শিক্ষক। নির্দেশনা না থাকলে নিজের সিদ্ধান্তে এগোনো ঠিক হবে না।
এর আগে তিনি বলেছিলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে রয়েছেন। অপমান নয়, আমি শ্রদ্ধা থেকেই তাঁর ছবি রেখেছিলাম। শিক্ষিকাটির অবস্থান স্পষ্ট। তিনি কোনো দলীয় অবস্থান নেননি, বরং একজন দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসেবে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই আচরণে বহু শিক্ষকের মতো সংবেদনশীলতা, নিয়ম মেনে চলার অভ্যাস এবং অরাজনৈতিক মানসিকতার প্রকাশ ঘটেছে। এদিকে রাজনৈতিক দলগুলো এ ঘটনাকে কেন্দ্র করে নিজস্ব বক্তব্য দিলেও, শিক্ষিকা শামিমা ইয়াছমিন এসব বিতর্কে জড়াতে চাননি।
স্কুল হলো শিক্ষার জায়গা, বিতর্কের নয়,বলেছেন তিনি। স্থানীয় অভিভাবকদের একাংশও শিক্ষিকার পক্ষে কথা বলেছেন। তাদের ভাষায়, তিনি একজন সৎ, নির্ভীক এবং দায়িত্বশীল শিক্ষক। তিনি কখনো বঙ্গবন্ধুকে অসম্মান করেননি বরং শ্রদ্ধা দেখিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।
সাম্যবাদী নিউজ ডেস্ক
আমরা সকলেই মানুষ বলি।