, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
দৈনিক সাম্যবাদী নিউজ

নীরব বিদায়: সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদ আর নেই।

  • প্রকাশের সময় : ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫
  • ৪৭ পড়া হয়েছে

মিডিয়া প্রতিনিধি|

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান, মুক্তিযুদ্ধে বীরত্বগাথা রচনাকারী ও ইতিহাসের নানা আলো-ছায়া বয়ে চলা মানুষ লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। তিনি ছিলেন একা নিরালায়, নিঃশব্দে তাঁর জীবনের শেষপ্রহরটুকু অতিক্রম করেছেন।

চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, গত রোববার রাতে (৩ আগস্ট) ক্লাবের একটি কক্ষে তিনি অবস্থান নেন। সকাল গড়িয়ে গেলেও কোনো সাড়া না পেয়ে কর্তৃপক্ষ সন্দেহবশত যোগাযোগ করে। দুপুর ১২টার পর পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তাঁকে মৃত অবস্থায় পায়।

পরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামের একটি মেডিকেল টিম এসে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।

মুক্তিযোদ্ধা থেকে সেনাপ্রধান এক দীর্ঘ পথচলা, ১৯৪৮ সালে জন্ম নেওয়া হারুন অর রশিদ ছিলেন চট্টগ্রামের হাটহাজারীর সন্তান।মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বীর প্রতীক খেতাবে ভূষিত হন। ২০০০ সালের ২৪ ডিসেম্বর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান। অবসরের পর বিতর্ক, বিচ্ছেদ ও নীরবতা সামরিক জীবন শেষে তিনি ব্যবসায়িক জগতে যুক্ত হন। ডেসটিনি গ্রুপের সভাপতি হিসেবে যুক্ত থাকা অবস্থায় অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় তাঁকে আইনি জটিলতার মুখোমুখি হতে হয়। জীবনের শেষভাগে ছিলেন আড়ালে, বহু বিতর্ক থেকে নিজেকে গুটিয়ে রাখা এক নিঃসঙ্গ সৈনিক। শেষ বিদায় তাঁর মৃত্যুর খবরে সাবেক সহকর্মী, সামরিক মহল ও পরিচিতজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। একদিকে রয়েছে তাঁর বীরত্বগাঁথা, অন্যদিকে বিতর্কিত অধ্যায়।তবু ইতিহাস তাঁকে মনে রাখবে একজন মুক্তিযোদ্ধা ও সেনাপ্রধান হিসেবে।

জনপ্রিয়

দৈনিক সাম্যবাদী নিউজ

নীরব বিদায়: সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদ আর নেই।

প্রকাশের সময় : ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫

মিডিয়া প্রতিনিধি|

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান, মুক্তিযুদ্ধে বীরত্বগাথা রচনাকারী ও ইতিহাসের নানা আলো-ছায়া বয়ে চলা মানুষ লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। তিনি ছিলেন একা নিরালায়, নিঃশব্দে তাঁর জীবনের শেষপ্রহরটুকু অতিক্রম করেছেন।

চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, গত রোববার রাতে (৩ আগস্ট) ক্লাবের একটি কক্ষে তিনি অবস্থান নেন। সকাল গড়িয়ে গেলেও কোনো সাড়া না পেয়ে কর্তৃপক্ষ সন্দেহবশত যোগাযোগ করে। দুপুর ১২টার পর পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তাঁকে মৃত অবস্থায় পায়।

পরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামের একটি মেডিকেল টিম এসে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।

মুক্তিযোদ্ধা থেকে সেনাপ্রধান এক দীর্ঘ পথচলা, ১৯৪৮ সালে জন্ম নেওয়া হারুন অর রশিদ ছিলেন চট্টগ্রামের হাটহাজারীর সন্তান।মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বীর প্রতীক খেতাবে ভূষিত হন। ২০০০ সালের ২৪ ডিসেম্বর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান। অবসরের পর বিতর্ক, বিচ্ছেদ ও নীরবতা সামরিক জীবন শেষে তিনি ব্যবসায়িক জগতে যুক্ত হন। ডেসটিনি গ্রুপের সভাপতি হিসেবে যুক্ত থাকা অবস্থায় অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় তাঁকে আইনি জটিলতার মুখোমুখি হতে হয়। জীবনের শেষভাগে ছিলেন আড়ালে, বহু বিতর্ক থেকে নিজেকে গুটিয়ে রাখা এক নিঃসঙ্গ সৈনিক। শেষ বিদায় তাঁর মৃত্যুর খবরে সাবেক সহকর্মী, সামরিক মহল ও পরিচিতজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। একদিকে রয়েছে তাঁর বীরত্বগাঁথা, অন্যদিকে বিতর্কিত অধ্যায়।তবু ইতিহাস তাঁকে মনে রাখবে একজন মুক্তিযোদ্ধা ও সেনাপ্রধান হিসেবে।