
রেজুয়ান হাসান জয়, নেত্রকোনা;
উজানের পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে নেত্রকোনার সোমেশ্বরী, উব্দাখালী, গণেশ্বরী ও কংশসহ একাধিক নদ-নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। এতে করে জেলার সীমান্তবর্তী ও নিম্নাঞ্চলগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ডুবে গেছে আগাম রোপা আমনের বীজতলাও।
বিশেষ করে সদ্য রোপণ করা ধানের চারা পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা। যদিও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এখনো নদ-নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে এবং নতুন করে বৃষ্টি না হলে পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে।
তবে কৃষকরা বলছেন, যদি পানি দু একদিনের বেশি স্থায়ী না হয়, তাহলে বড় ক্ষতির আশঙ্কা নেই। কিন্তু আবার বৃষ্টিপাত বাড়লে কিংবা নতুন ঢল নামলে নষ্ট হয়ে যেতে পারে পুরো বীজতলা। বৃষ্টি কমলে নেত্রকোনার কৃষি আবার ঘুরে দাঁড়াবে। এই আশায় বুক বাঁধছেন জেলার হাজারো কৃষক।