মদন প্রতিনিধি।
৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা পতনের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনার মদনে বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।রোজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টার সময় মদন পৌর শহরের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
পরে মিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান চন্দন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম ( লালু ), উপজেলা যুব দলের সভাপতি মোঃ গোলাম রাসেল রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, পৌর যুব দলের সভাপতি মোঃ শফিকুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আকন্দ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ রিপন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান কাইটাইল ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক জিয়াউর রহমান ও অন্যান্য প্রমুখ। একইসাথে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আহ্বান জানান, উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম তালুকদার।