অপঠিত কবিতা~মৌসুমী রহমান ডেইজী
আমি এক কবিতা!
যাকে কেউ পড়ে না শেষ পর্যন্ত!
একটানে, এক নিঃশ্বাসে।
কারও কাছে আমি নিছক উপমা,
আবার কারও হৃদয়ে
অপঠিত ব্যাথার ছায়া।
আমার ছন্দ
কখনো গান হয়ে বাজে করুণ সুরে,
আবার কখনো,
শব্দহীন দীর্ঘশ্বাসের মতো থমকে যায়।
আমি লেখা হই অশ্রুজলে,
নিঃশব্দে, হৃদয়ের শূন্য ক্যানভাসে।
আমি এক কবিতা!
নিজেকেই খুঁজি প্রতিটি পঙ্ক্তির আড়ালে,
আয়নার সামনে দাঁড়িয়ে
কখনো দেখি নিজেকে,
আবার কখনো খুঁজে ফিরি
হারিয়ে যাওয়া এক মুখ,
এক নারী, যার চোখে ছিল
অব্যক্ত কোনো কবিতা।
আমি ভালোবাসা তবে অমীমাংসিত,
আমি প্রশ্ন যার উত্তর নেই কোনো খাতায়।
আমি হেঁটে চলি নিজের গড়া ছন্দে,
পথের ধারে রেখে যাই
কিছু অনুভূতির অপূর্ণ খসড়া।
আমি এক কবিতা!
যার শেষ নেই,
হয়তো কখনো হবেও না।
কারণ প্রতিদিনই
নিজেকে একটু একটু করে লিখি,
একটু করে আবার মুছেও দিই...
মানুষের ভেতরের অনিঃশেষ কোনো প্রণয়ের ভাষায়।
মৌসুমী রহমান ডেইজী ০৬/০৮/২০২৫
রেজুয়ান হাসান, নিজস্ব প্রতিবেদক