
অলীক স্বপ্ন~ মৌসুমী রহমান ডেইজী।
আমার ও একটা স্বপ্ন ছিলো
তোমার সাথে ঝুম বৃষ্টিতে ভেজার স্বপ্ন,
জোছনা রাতে স্নিগ্ধ আলোয়
চোখে চোখ রেখে ভালোবাসি বলতে,
শীতের বিকেলে ক’নে দেখা রোদ্দুরে
সূর্যাস্তটা দেখতে।
আমার একটা স্বপ্ন ছিলো
নাম না জানা বুনো ফুলটা
খোঁপায় গুঁজে তোমার সাথে ঘুরতে।
বকুল তলায় কিছু ঝরা বকুল
কুঁড়িয়ে তোমার হাতে দিয়ে
বলতাম বুক পকেটে রাখতে।
শারদ প্রাতে হিমেল বাতাসে যেতাম
তোমার হাতটি ধরে শিউলী তলায়।
ভেজা শিউলি কুড়িয়ে দিতে আমায়
গেঁথে মালা বেণীতে জড়াতে।
এসবই আমার অলীক স্বপ্ন।।